২৬ জুন ২০২৪, বুধবার



যে কারণে হিলিবন্দরে যানজট বাড়ছে

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ০৮ মে, ২০২৩, ০২:০৫ পিএম
যে কারণে হিলিবন্দরে যানজট বাড়ছে


যতই দিন যাচ্ছে, ততই দিনাজপুরের হিলি স্থলবন্দরে যানজট বাড়ছে। পথচারী, গাড়িচালক,  আমদানিকারক,  ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন, প্রতিদিন সকাল মধ্যরাত পর্যন্ত এই বন্দরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে লেগেই থাকে যানজট। শিগগিরই এই যানজট নিরসনের উদ্যোগ না নিলে বন্দরের ব্যবসায়িক  কার্যক্রমসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব পড়বে।  

পথচারী আব্দুর রউফ ও  কহিনুর বেগম  বলেন , ‘হাকিমপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স, হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ, হিলি উচ্চ বিদ্যালয়ে যেতে প্রতিদিনই যানজটের কবলে পড়তে হয়। ওই প্রতিষ্ঠানগুলোতে আসা-যাওয়ার সময় ব্যস্ততম চারমাথা মোড় অতিক্রম করতে হয়। কিন্তু এই চারমাথা মোড়ে সবসময় যানজট লেগেই থাকে। সন্তানদের স্কুলে নিয়ে যেতে ও রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে যেতে হয় জীবনের ঝুঁকি নিয়ে।’

ট্রাকচালক মো. শফিকুর রহমান বলেন, ‘ট্রাকভর্তি পণ্য নিয়ে ঢাকা বা বগুড়া যাওয়ার সময় হিলি দিয়ে যাই। কিন্তু হিলি চারমাথা মোড়ে যানজটে আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।’ 

ভারতীয় ট্রাকচালক ভবেশ রায় বলেন, ‘ভারতের পতিরাম থেকে হিলি জিরো পয়েন্ট পর্যন্ত আসতে যে সময় লাগে, তার চেয়ে বেশি সময় লাগে এই জিরো পয়েন্ট থেকে পানামা পোর্টের গেট পর্যন্ত পৌঁছাতে।’

আমদানিকারক হিলি সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, ‘হিলি জিরো পয়েন্ট থেকে পানামা হিলি পোর্ট আধা কিলোমিটার রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করে। এমনিতেই রাস্তাটি অপ্রশস্ত। আবার এই চেকপোস্ট সড়ক থেকে ছেড়ে যায় হিলি থেকে ঢাকাগামী সব কোচ। কোচগুলো এমনভাবে প্রধান সড়কের ওপর রাখা হয়, তাতে ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক যাতায়াতে বিঘ্ন ঘটে।’ 

হিলি বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট এনামুল হক বলেন, ‘আগে হিলি বন্দরের প্রধান সড়কটিতে যানজট নিরসনে তিন মাথা মোড়ে ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার সদস্য দায়িত্ব পালন করতেন। তারা যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করতেন। কিছুদিন থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে চারমাথা মোড়ে। তাই এখানে যানজট তীব্র আকার ধারণ করে।’ 

হিলি খাসমহল হাটবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী বলেন, ‘কিছুদিন ধরে হিলি বাজার এলাকাতেইও তীব্র যানজট হচ্ছে। দিনাজপুর-জয়পুরহাটগামী যানবাহনগুলো বাইপাস পথ হিসেবে হিলি বাজার সড়ক ব্যবহার করছে। এছাড়া বড় ব্যবসায়ীরা দিনের বেলায় বাজারের ভেতরে ট্রাক দাঁড় করিয়ে পণ্য খালাস করছেন। তাই বাজারের ভেতরের অলিগলি পর্যন্ত যানজট লেগেই থাকছে।’

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, ‘হিলিতে যে কয়জন ট্রাফিক পুলিশ আছেন, তারা চারমাথা মোড়ে ডিউটি পালন করেন। বর্তমানে তিন মাথামোড়ে কোনো ট্রাফিক পুলিশ নেই।’

হাকিমপুর উপজেলা মোহাম্মদ নুর-এ-আলম ঢাকা বিজনেসকে বলেন, ‘ইতোমধ্যে হিলি জিরো পয়েন্ট থেকে পানামা পোর্ট গেট পর্যন্ত ফোরলেন সড়কের নির্মাণ কাজ চলছে। কাজ শেষ হলে আর এই সমস্যা থাকবে না। তবে বাজারের ভেতরে দিনের বেলা ট্রাক থেকে মালামাল খালাস করার কোনো সুযোগ নেই। মাঝে মধ্যে অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে।’

ঢাকা বিজনেস/এনই 



আরো পড়ুন