২৬ জুন ২০২৪, বুধবার



ছাড়পত্র পেলো ‘প্রহেলিকা’

বিনোদন ডেস্ক || ২০ জুন, ২০২৩, ০৪:০৬ পিএম
ছাড়পত্র পেলো ‘প্রহেলিকা’


অবশেষে সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছেন চয়নিকা চৌধুরী। ঈদুল আজহাতেই মুক্তি পাচ্ছে তার পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’। ছাড়পত্রের সঙ্গে জুটেছে সেন্সরবোর্ড সদস্যদের ভূয়সী প্রশংসাও। ছবিটির আনকাট সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত হন নির্মাতা চয়নিকা চৌধুরী। রবিবার (১৮ জুন) গ্রহণ করেন সেন্সর সার্টিফিকেট।

এ সিনেমা দিয়ে দীর্ঘ ৮ বছরের বিরতির পর মনা হয়ে ফিরছেন রোমান্টিক অভিনেতা মাহফুজ আহমেদ। সিনেমাটির প্রকাশিত পোস্টারে তার ক্যারেক্টার লুক দিয়েছে অন্য বার্তা। তার সঙ্গে দেখা যাবে শবনম বুবলীকে।

সিনেমাটিতে মাহফুজের অভিনয় নিয়েও মুগ্ধতা প্রকাশ করলেন সেন্সরবোর্ড সদস্য খোরশেদ আলম খসরু। তিনি বলেলেন, 'প্রহেলিকায় মাহফুজ আহমেদ দুর্দান্ত অভিনয় করেছেন। গল্পটিও ভিন্ন ধরনের। আর বুবলীকে দেখা যাবে একেবারের বাইরের ছকে। বুবলীকে দেখে অনেকেই মুগ্ধ হবেন। সব মিলিয়ে দারুণ একটি ছবি।'

প্রহেলিকা নির্মাতা চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা। চয়নিকা চৌধুরী বলেন, ‘আমাদের পুরো জীবন রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। অর্পা ও মনার প্রেমকাহিনীও একটি প্রহেলিকা। সিনেমাটি দেখার পর বাকি গল্প দর্শক জানবে। ছবিটি আমরা আনকাট সেন্সর পেয়েছি। এর মাধ্যমে নিজেদের প্রতি আত্মবিশ্বাস আরও বেড়েছে। দর্শকদেরও ছবিটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

আনকাট সেন্সর পাওয়া নিয়ে খুশি মাহফুজ আহমেদও। বললেন, ‘সেন্সরবোর্ড সদস্যরা ছবিটির প্রশংসা করেছেন। তবে দর্শকদের খুশি করাই আমার লক্ষ্য। সে লক্ষ্যেই আমরা একটি ভালো কাজ করার চেষ্টা করেছি।’

প্রহেলিকায় মাহফুজ-বুবলী ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন