২৫ জুন ২০২৪, মঙ্গলবার



তথ্য মন্ত্রণালয়ে একাধিক পদে চাকরি

ঢাকা বিজনেস ডেস্ক || ২১ ডিসেম্বর, ২০২২, ১০:৪২ পিএম
তথ্য মন্ত্রণালয়ে একাধিক পদে চাকরি


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পে উন্নয়ন খাতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাদিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম : সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার

পদসংখ্যা : ১

গ্রেড : ৯

সাকূল্যে বেতন : ৩৫,৬০০ টাকা

পদের নাম : উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা : ১

গ্রেড : ১০

সাকূল্যে বেতন : ২৭,১০০ টাকা

পদের নাম : উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা : ১

গ্রেড : ১০

সাকূল্যে বেতন : ২৭,১০০ টাকা

পদের নাম : হিসাব রক্ষক

পদসংখ্যা : ১

গ্রেড : ১৩

সাকূল্যে বেতন : ১৯,৬০০ টাকা

পদের নাম : ক্যাশিয়ার

পদসংখ্যা : ১

গ্রেড : ১৬

সাকূল্যে বেতন : ১৭,৩৪৫ টাকা

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ২

গ্রেড : ১৬

সাকূল্যে বেতন : ১৭,৩৪৫ টাকা

বয়সসীমা : সাধারণ প্রার্থীদের জন্য ১৫/১২/২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর। কোটায় ৩২ বছর।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : প্রকল্প পরিচালক, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর‌্যায়) প্রকল্প, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ভবন (কক্ষ-৫০২, ল্যাব ভবনের ৫ম তলা), ১১২ সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০।

আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত দেখুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন