ভারতের মহারাষ্ট্রে ঝড়ে গাছ পড়ে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (১০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মহারাষ্ট্রের আকোলা জেলায় এই ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝড় শুরু হলে মন্দিরে আসা ভক্তরা একটি টিনের চালার নিচে আশ্রয় নেন। এ সময় মন্দিরের পাশের একটি বিশাল নিম গাছ টিনের চালার ওপর আছড়ে পড়ে। এতে প্রায় ৪০ জন চাপা পড়েন। এর মধ্যে সাতজন প্রাণ হারান। গুরুতর আহত পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা উদ্ধারকাজে নেমে পড়েন। দ্রুত গাছের গুঁড়ি ও ধসে পড়া টিনের চালা সরিয়ে হতাহতদের উদ্ধার করেন তারা।
ঢাকা বিজনেস/এনই/