২৬ জুন ২০২৪, বুধবার



দেড় মাস পর হিলিবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || ০৯ মে, ২০২৩, ০৯:০৫ পিএম
দেড় মাস পর হিলিবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু


প্রায় দেড় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলিবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। 

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিলিবন্দর দিয়ে আমদানিকারক মেসার্স মিড লাইফ প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ২৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডে জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক। তিনি বলেন, ‘আইপি ইমপোর্ট না থাকায় গত ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।’ 

তিনি আরও বলেন, ‘আজকেই আমদানিকারক মেসার্স মিড লাইফ প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ হিলিবন্দর দিয়ে বন্ধ থাকার পর প্রথম পেঁয়াজ আমদানি শুরু করে।’ 

বুলু/এইচ



আরো পড়ুন