১৮ মে ২০২৪, শনিবার



অর্থনীতি
প্রিন্ট

ঈদের আগে রেমিট্যান্স বাড়ছে

স্টাফ রিপোর্টার || ০৯ এপ্রিল, ২০২৩, ১০:০৪ পিএম
ঈদের আগে রেমিট্যান্স বাড়ছে


ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৫ হাজার ১০৩ কোটি টাকা (প্রতি এক ডলার ১০৭ টাকা ধরে)। দৈনিক গড়ে এসেছে ৬ কোটি ৮১ লাখ ২৭ ডলার বা ৭২৯ কোটি টাকা। 

রোববার (৯ এপ্রিল) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৬ কোটি ১২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ কোটি ১৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি অর্থবছরের গত মার্চ মাসে রেকর্ড ২০১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকার বেশি। প্রতিদিন গড়ে আসে ৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ৬৯৬ কোটি টাকা।

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাই এবং দ্বিতীয় মাস আগস্টে টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল। এরপর টানা ৬ মাস দুই বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছায়নি রেমিট্যান্স। তবে অর্থবছরের নবম মাস মার্চে আবারও ঘুরে দাঁড়ায় প্রবাসীদের পাঠানো এ আয়।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন