২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার



এমসিসির আজীবন সদস্য হলেন মাশরাফি

ঢাকা বিজনেস ডেস্ক || ০৫ এপ্রিল, ২০২৩, ০২:৩৪ পিএম
এমসিসির আজীবন সদস্য হলেন মাশরাফি মাশরাফি বিন মুর্তজা


ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক  অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বুধবার (৫ এপ্রিল) আটটি টেস্ট খেলুড়ে দেশ থেকে নতুন ১৯ জন আজীবন সদস্যের নাম প্রকাশ করে এমসিসি।   

মাশরাফিসহ এ তালিকায় রয়েছে  ইংল্যান্ড ও ইন্ডিয়ার একজন করে নারী ক্রিকেটারসহ মোট ১২ জন, নিউজিল্যান্ডের দুই জন, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার একজন করে মোট ১৭ জন আজীবন সদস্য পদ পায়।

এর আগে সাবেক বিসিবি প্রধান সাবের হোসেন চৌধুরী সম্মানসূচক আজীবন সদস্য হয়েছিলেন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন