২৫ জুন ২০২৪, মঙ্গলবার



হাসপাতালে ঋত্বিকা সেন

বিনোদন ডেস্ক || ০৩ এপ্রিল, ২০২৩, ১০:০৪ এএম
হাসপাতালে ঋত্বিকা সেন


পশ্চিমবঙ্গের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন। শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে প্রবেশ তার। বনি সেনগুপ্তের বিপরীতে 'বরবাদ' চলচ্চিত্রে অভিনয় করে নজরে আসেন তিনি।  

সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলেন এই নায়িকা। তার অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

রোববার (২ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অসুস্থতার কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন ঋত্বিকা। পোস্টে তিনি লেখেন, ‘আবহাওয়া পরিবর্তনের জেরে বেশ কিছুদিন ধরেই শরীরটা ঠিক নেই আমার। গেল সপ্তাহ থেকেই বুকে কফ জমেছে, সঙ্গে কাশি আর শারীরিক দুর্বলতা রয়েছে। হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখিয়েছি। চেকআপ করে বললেন, ইনফেকশন হয়েছে।’

বর্তমানে কেমন আছেন, সেটাও উল্লেখ করে অভিনেত্রী লেখেন, 'চিকিৎসক প্রেসক্রিপশনে প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়েছেন। মেডিসিন খাওয়ার পাশাপাশি বিশ্রামে রয়েছেন ঋত্বিকা।' ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও জানান তিনি। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। 

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন