২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



জানা-অজানা
প্রিন্ট

শহর কী, নগর কাকে বলে

ঢাকা বিজনেস ডেস্ক || ০১ এপ্রিল, ২০২৩, ০৭:৩৪ এএম
শহর কী, নগর কাকে বলে


'ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে' গানটি কে না শুনেছেন। আর কথা বলার সময়ও আমরা বলি 'ঢাকা শহর'। কিন্তু ঢাকা শহর নয়, নগর (মহানগর)। অনেকেই আবার এখন বলে বসবেন, 'যাহা বাহান্ন তাহাই তেপ্পান্ন' অর্থাৎ যাহা শহর তাহাই নগর। কিন্তু শহর আর নগর দুটো আলাদা। কিছু বিষয়ে মিল থাকলেও অমিলটাই বেশি। চলুন, আজকে জেনে নেই শহর আর নগরের মধ্যে পার্থক্য-  

শহর আয়তনে ছোট হয়। আর নগর আয়তনে বড়। শহরে জনসংখ্যা কম। জনসংখ্যা ১ লক্ষেরও কম থাকে শহরে। অন্যদিকে, নগরে থাকে লাখ লাখ মানুষ। শহরের প্রশাসনিক কাঠামোতে জটিলতা কম। কিন্তু নগরের প্রশাসনিক কাঠামো তুলনামূলক জটিল। শহরে সুযোগ-সুবিধাও নগরের তুলনায় অনেকাংশে কম। শহরে কর্মসংস্থানের সুযোগ কম। অন্যদিকে, নগরে কর্মসংস্থানের সুযোগ বেশি। শহরের গণপরিবহণ ও যোগাযোগ ব্যবস্থাও নগরের তুলনায় কম উন্নত। শহরের পরবর্তী পর্যায় হলো নগর। আর, নগরের পরবর্তী পর্যায় মহানগর। কুষ্টিয়া, বগুড়া, ফেনী এগুলো শহর। আর নগর হলো চট্টগ্রাম, কুমিল্লা ইত্যাদি। 

আর ঢাকা শহর নয়, ঢাকা মহানগর।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন