২৮ জুন ২০২৪, শুক্রবার



ভ্যালেন্টাইনে বড় পর্দায় ফিরছেন ববি

বিনোদন ডেস্ক || ২০ ডিসেম্বর, ২০২২, ০৯:৪২ পিএম
ভ্যালেন্টাইনে বড় পর্দায় ফিরছেন ববি


ইয়ামিন হক ববি। বর্তমান বাংলা সিনেমা জগতের জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা। নিয়মিত সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও তার অভিনীত নতুন সিনেমা দীর্ঘদিন বড় পর্দায় মুক্তি পায়নি। তবে সে খরা কাটিয়ে নতুন বছর ফিরছেন তিনি। নতুন বছরের ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ময়ূরাক্ষী’।

সিনেমাটি নির্মাণ করেছেন ‘পদ্মাপুরাণ’ সিনেমাখ্যাত পরিচালক রাশিদ পলাশ। নতুন এ সিনেমা প্রসঙ্গে চিত্রনায়িকা ববি বলেন, ‘এ সিনেমার গল্প দারুণ। সিনেমাটির শুটিং কয়েকটি ধাপে বন্ধ হয়ে আবার শুরু হয়েছিল। সেজন্যই অনেকদিন পর মুক্তি দেওয়া। এ সিনেমাতে দর্শক আবিষ্কার করবেন ভিন্ন এক ববিকে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’ 

এদিকে, এ চিত্রনায়িকার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘লাইফ ইজ বিউটিফুল’ নামে নতুন একটি সিনেমার শুটিং চলতি মাসে করার কথা রয়েছে। অন্যদিকে, নতুন একটি সিনেমার আইটেম গানের শুটিংও শেষ করেছেন তিনি।

এ ছাড়া শিগগিরই কলকাতায় নতুন কয়েকটি সিনেমার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এ চিত্রনায়িকা।

ঢাকা বিজনেস/এন/এম



আরো পড়ুন