ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১০ জন মারা গেছেন। এবং আরও ৯ জন দগ্ধ হয়েছেন। ওই সময় ফেরিতে থাকা আরও ২৩০ জনকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।
প্রতিবেদনে কোস্টগার্ডের বরাত দিয়ে বলা হয়েছে, আগুনের সূত্রপাত হয় ফেরির একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে। ওই কেবিনে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছেন। ফেরিটি একসঙ্গে ৪৩০ জন মানুষ বহন করতে পারে।
কোস্টগার্ড জানিয়েছে, এ দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার তদন্তে এবং নিরাপত্তা মূল্যায়নের বিষয়ে তারা সহায়তা করবে। এছাড়া সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে কিনা সেদিকটিতেও লক্ষ্য রাখবে।