২৬ জুন ২০২৪, বুধবার



গাইবান্ধায় সরকারি বই পাচার, গ্রেপ্তার ৩

জেলা প্রতিনিধি, গাইবান্ধা || ১৬ জানুয়ারী, ২০২৩, ০৯:৩১ পিএম
গাইবান্ধায় সরকারি বই পাচার, গ্রেপ্তার ৩


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সাড়ে ১১ হাজার সরকারি বই পাচার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম।

এর আগে, সুন্দরগঞ্জ উপজেলার সাড়ে ১১ হাজার সরকারি বই পাচারকালে রোববার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে ট্রাকের চালক শ্যামল (৩৪) ও হেলপার রাসেল মিয়াকে (৩০) বইসহ আটক করে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। পরে আটককৃতদের দেওয়া তথ্যমতে সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদকে (৪৫) গ্রেপ্তার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। 

এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. মাহমুদ হোসেন মণ্ডল বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘বই পাচারের ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহায়ক মাজেদুর রহমানসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

জাকির/এম



আরো পড়ুন