২৬ জুন ২০২৪, বুধবার



ইনমার ‘থার্টি আন্ডার থার্টি’ পুরস্কার পেলেন রায়হান রবিন

স্টাফ রিপোর্টার || ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৯ পিএম
ইনমার ‘থার্টি আন্ডার থার্টি’ পুরস্কার পেলেন রায়হান রবিন


ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) ‘থার্টি আন্ডার থার্টি’ পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার (ডিজিটাল) মো. রায়হান উল্লাহ্ রবিন। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এই পুরস্কার ঘোষণা করা হয়। 

জানা যায়, মার্কেটিং ক্যাটাগরিতে রায়হানের পাশাপাশি এই পুরস্কার দেশি-বিদেশি আরও ৪ তরুণ পেয়েছেন।

প্রসঙ্গত, ইনমা তাদের ‘ইয়াং প্রফেশনালস ইনিশিয়েটিভ’-এর আওতায় গণমাধ্যমের ৩০ বছরের কম বসয়ী কর্মীদের স্বীকৃতি দিতেই এই পুরস্কার দিয়ে থাকে।

এ বছরও বিজ্ঞাপন, দর্শক বা পাঠক, বিজনেস ইন্টেলিজেন্স, আধেয় ও পণ্য এবং নেতৃত্ব-এই ৫ ক্যাটাগরিতে ২০টি দেশ থেকে ৩০ জন পেয়েছেন এ পুরস্কার। বিজয়ীদের ইউরোপের একটি দেশে আমন্ত্রণ জানিয়ে তাদের নিয়ে বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়, দেওয়া হয় সনদ। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন