২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ইউক্রেনকে দেড় হাজার কোটি ডলার দিচ্ছে আইএমএফ

ঢাকা বিজনেস ডেস্ক || ২২ মার্চ, ২০২৩, ০৭:৩৩ এএম
ইউক্রেনকে দেড় হাজার কোটি ডলার দিচ্ছে আইএমএফ


যুদ্ধরত ইউক্রেনকে দেড় হাজার কোটি ডলারেরও বেশি ঋণ দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।  কিয়েভ ও আইএমএফের মধ্যে কর্মী পর্যায়ে এই বিষয়ে সমঝোতা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) আইএমএফ এই তথ্য জানিয়েছে।  ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক  প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  ৪ বছর মেয়াদি  সমন্বিত ঋণের আওতায় ১ হাজার ৫৬০ কোটি ডলার ইউক্রেনকে দেবে আইএমএফ। এই অর্থ ইউক্রেন ব্যয় করবে যুদ্ধ-পরবর্তী দেশ পুনর্গঠনে। এছাড়া, আর্থিক স্থিতিশীলতা আনতেও এই ঋণ সহায়ক ভূমিকা পালন করবে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমিহাল বলেন, গুরুত্বপূর্ণ ব্যয় মেটানোসহ সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়তা করবে  ঋণ।

আইএমএফ জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে নির্বাহী পর্যায়ে ঋণ অনুমোদন প্রক্রিয়া শুরু হবে।  

কিয়েভ স্কুল অব ইকোনমিকস জানায়, ২০২২ সালের ডিসেম্বর নাগাদ ইউক্রেনের অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে ১৩ হাজার ৮০০ কোটি ডলারের। যা ২০২১ সালের জিডিপির প্রায় ৭০ শতাংশের সমান।  

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন