২৯ জুন ২০২৪, শনিবার



দিনাজপুর পুড়ছে দাপদাহে, বিপাকে শ্রমজীবীরা

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ২৫ মে, ২০২৪, ০৫:০৫ পিএম
দিনাজপুর পুড়ছে দাপদাহে, বিপাকে শ্রমজীবীরা


দিনাজপুরে আবারও শুরু হয়েছে প্রচণ্ড তাপদাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তীব্রতা। এতে হাঁসফাঁস করছেন শ্রমজীবী মানুষেরা। রোদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গরম। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। শ্রমজীবীরা জীবিকার তাগিদে কাজে বের হলেও একটু কাজ করার পর হাঁফিয়ে উঠছেন। বিশ্রাম নেওয়ার পর ফের যোগ দিচ্ছেন কাজে। যারা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। তারা ছাতা নিয়ে বা গাছের নিচ দিয়ে চলাফেরা করছেন। 

বিরামপুর উপজেলার বাসিন্দা মো. আকবর হোসেন বলেন, ‘কয়েকদিন গরম একটু কম ছিল। দু’দিন থেকে ফের শুরু হয়েছে দাপদাহ। প্রচণ্ড রোদের কারণে মানুষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না।’ 

আকবর হোসেন আরও বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত রোদের তীব্রতা একটু কম ছিল। দুপুর ১২টার পর থেকে বাড়তে শুরু করে রোদের তীব্রতা। ওপরে সৃর্যের তাপ, নিচে পিচ ঢালা সড়কে গরমের কারণে হেঁটে চলাচল করা দায় হয়ে পড়েছে।’ 

হিলির অটোবাইক চালক মো. সেলিম রেজা বলেন, ‘সকালে অটোবাইক নিয়ে বের হয়েছি। সকাল ১০টা পর্যন্ত বাজার ও সড়কে কিছু যাত্রী পাওয়া গেছে। দুপুরের পরে আর যাত্রী মিলছে না। তাই গাছের তলায় অটোবাইকে শুয়ে বিশ্রাম নিচ্ছি।’

হিলিবন্দরের শ্রমিক মো. জয়নাল আবেদিন বলেন, ‘সবচেয়ে বেশি কষ্টে আছি আমরা, যারা রোদে ট্রাক লোড আনলোড করি ও চাতালে ধান শুকানোর কাজ করি। রোদ-গরম উপেক্ষা করেই আমাদের কাজ করতে হচ্ছে। মাঝেমাঝে বিশ্রাম নিচ্ছি। আবারও কাজ করছি। কাজ না করলে তো মজুরি মিলবে না।’

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘আজ শনিবার (২৫ মে) দিনাজপুর জেলায় ৩৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।’ 

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন