২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



ভিসতা ‘স্বাধীনতা কাপ ফুটবল’: চ্যাম্পিয়ন রনশিয়া সবুজ সংঘ

ক্রীড়া ডেস্ক || ২১ মার্চ, ২০২৩, ০৪:৩৩ পিএম
ভিসতা ‘স্বাধীনতা কাপ ফুটবল’: চ্যাম্পিয়ন রনশিয়া সবুজ সংঘ


বিভাগীয় শহর রংপুরে ‘স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩’-এ চ্যাম্পিয়ন হয়েছে রনশিয়া সবুজ সংঘ। মঙ্গলবার (২১ মার্চ) বিকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ফলে টাইব্রেকারে গড়ায় খেলা। এতে ৪-২ গোলে জয়ী হয় রনশিয়া সবুজ সংঘ। রানার আপ হয়েছে দেবীতলি স্পোর্টিং ক্লাব। 

‘ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ’ আয়োজিত খেলায় পৃষ্ঠপোষকতা করেছে দেশীয় ইলেকট্রনিক্স ব্র‍্যান্ড ভিসতা। 

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ইমদাদুল হক। এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির, পীরগঞ্জ পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. ইকরামুল হকসহ অনেকে। 

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ২৪টি দলের অংশগ্রহণে পীরগঞ্জ শহীদ সালাহউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খেলার উদ্বোধন হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘আর নয় ভাড়াটে খেলোয়াড়, গড়বো এবার যোগ্য খেলোয়াড়’। 

আয়োজকরা জানিয়েছেন, চ্যাম্পিয়ন দল ট্রফি ও নগদ ১০ হাজার টাকা এবং রানাস আপ দল নগদ ৭ হাজার পেয়েছেন। প্রতি খেলায় ম্যান অব দ্য ম্যাচ,  ম্যান অব দ্য টুর্নামেন্ট, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোল রক্ষক,  সেরা টিম,  ধারাভাষ্যকার, রেফারি ও অতিথিদের ক্রেস্ট দেওয়া হয়েছে। 

খেলাগুলো হয়েছে ৬টি ভেন্যুতে। ভেন্যুগুলো হচ্ছে-শহীদ সালাহউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠ, ভাবনাগঞ্জ বাজার, গোদাগাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, লোহাগাড়া ডিগ্রি কলেজ মাঠ, হাটপাড়া ফাজিল মাদ্রাসা মাঠ, জামতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ এবং পীরগঞ্জ সরকারি কলেজ মাঠ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, বিবেকানন্দ রায় নিমাই, ভিসতার এসিস্ট‍্যান্ট ডিরেক্টর (আঞ্চলিক) হানিফুর রহমান, ভাবনাগঞ্জ সততা যুব ও ক্রীড়া সংঘের সদস্যরা। 

এ বিষয়ে ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ বলেন, ‘ভিসতা পরিবার প্রান্তিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ব্র্যান্ড হিসেবে শক্ত অবস্থানে বদ্ধ পরিকর। বিজয়ী দলসহ অংশগ্রহণকারী সব দলকে আন্তরিক ধন্যবাদ।’  

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন