২৬ জুন ২০২৪, বুধবার



ব্যাটিংয়ে বাংলাদেশ: ১২০ রানে নেই ৩ উইকেট

ক্রীড়া ডেস্ক || ১৮ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম
ব্যাটিংয়ে বাংলাদেশ: ১২০ রানে নেই ৩ উইকেট


আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে প্রথম পাওয়ার প্লেতেই পঞ্চাশ রান ছাড়িয়ে গেছে টাইগারদের। তবে, ১০০ রান পেরোনোর আগেই ৩ জন টপ ওয়াডার ব্যাটারকে হারিয়ে চাপে রয়েছে বাংলাদেশ।    

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দল ২৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছে। হৃদয় ২১ ও সাকিব আল হাসান ৩৫ রানে ব্যাট করছেন।

শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে গেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে টাইগাররা প্রথমে ব্যাটিংয়ে নামে।

ইনিংসের তৃতীয় ওভারে মার্ক এডেয়ারের বলে স্লিপে পল স্টার্লিংকে ক্যাচ দেন তামিম। ৯ বলে ৩ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক। এরপর লিটন-শান্ত জুটি গড়ে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ৩৪ রানের জুটি ভেঙে যায় লিটনের ৩১ বলে ২৬ রানে বিদায়ে। দশম ওভারে ক্যাচ দিয়ে আউট হন লিটন দাস।

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন