২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



হিলিতে কাঁচা মরিচের দাম কমলো কেজিতে ৬০ টাকা

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ১০ মার্চ, ২০২৩, ১০:০৩ পিএম
হিলিতে কাঁচা মরিচের দাম কমলো কেজিতে ৬০ টাকা


দিনাজপুরের হিলিতে দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। বিক্রেতারা বলছেন, দুই সপ্তাহ আগে বাজারে সরবরাহ কম থাকায় যে কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ১৪০ টাকা কেজি দরে, আজ সরবরাহ বেশি হওয়ায় তা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এতে সাধারণ ক্রেতারা স্বস্তিতে। 

শুক্রবার (১০ মার্চ) হিলির কাঁচা বাজারে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

কথা হয় কাঁচা মরিচ কিনতে আসা মো. মোকছেদ আলীর সঙ্গে। তিনি বলেন, ‘গেলো কয়েকদিন ধরে কাঁচা মরিচ কেনাই প্রায় বাদ দিয়েছিলাম। আজ দাম একটু কম। তাই ৫০০ গ্রাম কাঁচা মরিচ কিনলাম। তরকারিসহ বিভিন্ন ভর্তা ও সালাদ করতে কাঁচা মরিচের প্রয়োজন হয়। তাই কেনা।’ 

আরেকজন ক্রেতা মো. মজিবর রহমান বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে বাজারের তালিকা থেকে কাঁচা মরিচের নাম উধাও করে দিয়েছিলাম। বাড়িতে বলছিল শুকনো মরিচ পুড়ে ভর্তা করতে। আজ যেহেতু দাম একটু কম তাই ১ কেজি কিনে রাখলাম। ফ্রিজে রেথে কয়েকদিন খাওয়া যাবে। কখন যে আবার দাম বাড়ে, বলা যাবে না। তাই একটু বেশি করেই কিনে রাখলাম।’ 

হিলি বাজারের খুচরা সবজি বিক্রেতা মো. মোকারম হোসেন বলেন, ‘কাঁচা মরিচসহ শাক সবজির দাম নির্ভর করে সরবরাহের ওপর। যখন সরবরাহ বাড়ে, দাম কমে। আর সরবরাহ কমলে দাম বাড়ে। কাঁচা মরিচের দাম উঠানামাও ঠিক তাই। দুই সপ্তাহ আগে (২৫ ফেব্রুয়ারি) পাইকারি ১৩০ টাকা কেজি দরে কিনে ১৪০ টাকা কেজি দরে বিক্রি করি। আর আজ (১০ মার্চ) পাইকারি ৭০ টাকা কেজি দরে কিনে খুচরা ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। কাঁচা তরিতরকারির বাজার এমনই হয়।’ 

হিলি বাজারের পাইকারি কাঁচা মরিচ বিক্রেতরা মো. ফেরদৌস রহমান ঢাকা বিজনেসকে বলেন, ‘আমরা যারা কাঁচা মরিচসহ অন্যান্য কাঁচা পণ্য বিক্রি করি, সেসব পাশের উপজেলা থেকে আসে। হিলিতে শাকসবজির দাম নির্ভর করে অন্য জায়গা থেকে আসা এসব পণ্য সরবরাহের ওপর। যেমন কাঁচা মরিচ দুই সপ্তাহ আগে (২৫ ফেব্রুয়ারি) কৃষকদের কাছ থেকে ১২০ টাকা কেজি দরে কিনে ১৩০ টাকায় বিক্রি করছি। আর খুচরা বিক্রেতা বিক্রি করেছে ১৪০ টাকা কেজি দরে। আজ বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেশি। তাই দামও কম। আমরা কৃষকদের কাছ থেকে পাইকারি ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে কিনে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছি। আর খুচরা বিক্রেতারা বিক্রি করছেন ৮০ টাকা।’ 

ফেরদৌস রহমান আরও বলেন, ‘ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ আছে। কাঁচা মরিচ আমদানি শুরু হলেই দাম ৪০ টাকার নিচে নেমে আসতে পারে।’ 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন