২৬ জুন ২০২৪, বুধবার



ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে নিহত ২

কক্সবাজার সংবাদদাতা || ১৭ জানুয়ারী, ২০২৩, ০২:৩১ পিএম
ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে নিহত ২


কক্সবাজার শহরের বাস-টার্মিনাল পূর্ব লারপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কাতর্কির পর ছুরিকাঘাতে ২ জন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে বাস-টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (৩৫) নুরুল হুদার ছেলে সায়দুল ইসলাম (৩৩)। কায়সার গ্রিণ লাইন কাউন্টারের নিরাপত্তারক্ষী ও সায়েদুল পেশায় কাঠমিস্ত্রী।

নিহতের স্বজন খোরশেদ জানান, ব্যাডমিন্টন খেলায় স্থানীয় আতিকের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। কথা কাটাকাটি হওয়ার পর আতিক চলে যায়। কিছুক্ষণ পর আতিক তার ভাই কামাল ও জয়নাল এসে কায়সার ও সায়দুলদের ওপর হামলা চালায়। এসময় সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান জানান, দুজনেরই শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ কারণেই তাদের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‌‘ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। জড়িতদের ধরতে অভিযান চলছে।’

তাফহীমুল/এম



আরো পড়ুন