টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ উল্টে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১ মার্চ) দুপুরে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, জামালপুর থেকে ৩০/৩৫ জন মানুষ সিরাজগঞ্জ এনায়েতপুর ওরশে যাচ্ছিলেন। তাদের বহন করা খোলা পিকআপটি আনালিয়াবাড়ী পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। নিহত একজনের নাম সাহেরা খাতুন। বাকি ২জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ ছাড়াও, অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ একটি থানায় ও দুটি হাসপাতালে আছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
নোমান/এম