২৬ জুন ২০২৪, বুধবার



কোহলি-গিলের ফিফটিতে বড় সংগ্রহের পথে ভারত

ক্রীড়া ডেস্ক || ০২ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম
কোহলি-গিলের ফিফটিতে বড় সংগ্রহের পথে ভারত


বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে ভারত। আগে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া। তবে সে ধাক্কা সামলে কোহলির ও গিলের ফিফটিতে বড় সংগ্রহের পথে ভারত রোহিত শার্মার দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৯ ওভারে ১ উইকেটে ১১৯ রান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে  টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ফলে আগে ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় বলে দিলশান মধুশঙ্কার বলে বোল্ড হন রোহিত শর্মা।

শুরুতেই ধাক্কা খাওয়ার পর অবশ্য আর ফিরে তাকাতে হয়নি ভারতকে। শুভমান গিল ও বিরাট কোহলি মিলে দলকে এগিয়ে নিচ্ছেন। দুজনই একবার করে জীবন পেয়েছেন। যা ঠিকঠাক কাজেও লাগাচ্ছেন তারা। এরই মধ্যে অর্ধশতক পূরণ করেছেন বিরাট কোহলি ও  শুভমান গিল।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন