২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



সিলেট স্ট্রাইকার্সের দর্শকপ্রিয়তার পেছনে একজন নান্টু

ক্রীড়া ডেস্ক || ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম
সিলেট স্ট্রাইকার্সের দর্শকপ্রিয়তার পেছনে একজন নান্টু


মোহাম্মদুল্লাহ্ নান্টু। সোশ্যাল মিডিয়া ম্যানেজার ও বিজ্ঞাপন নির্মাতা। তিনি এবার সিলেট স্ট্রাইকার্সের সোশ্যাল মিডিয়া ম্যানেজ, প্রমোশন এবং ব্র্যান্ডিংয়ের কাজ করছেন। তার প্রতিষ্ঠানের নাম গ্লেয়ার অডিও-ভিজ্যুয়াল। বিপিএলের শুরু থেকেই নান্টুর নেতৃত্বে ভিন্ন ধারার সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ডের মাধ্যমে ভক্তদের মন কেড়েছে সিলেট স্ট্রাইকার্স। এবারের বিপিএলে নতুন ফ্রাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স একের পর এক জয়ও পেয়েছে, যা দর্শকদের মন কেড়েছে। 

সিলেট স্ট্রাইকার্সের জার্সি রিভিল ইমোশনাল ওভিসিটি ব্যাপক সাড়া ফেলেছে ভক্ত, সমর্থক এবং সাধারণ দর্শকদের মধ্যে। যেটির স্ক্রিপ্ট এবং নির্মাতা মোহাম্মদুল্লাহ্ নান্টু। শুধু বিপিএলই নয়, বিশ্বের কোনো টি-টুয়েন্টি লিগে কোনো ফ্রাঞ্চাইজি এর আগে জার্সি রিভিল নিয়ে কোনো বিজ্ঞাপন তৈরি করেনি। এই বিজ্ঞাপনটি প্রচারের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে যুক্ত হয় নতুন ভাবনা এবং ব্যাপক প্রশংসিত হয় সিলেট স্ট্রাইকার্স। 

এ প্রসঙ্গে নির্মাতা মোহাম্মদুল্লাহ্ নান্টু বলেন, ‘এটির প্রথম কৃতিত্ব দিতে হবে সিটেল স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। সে আমাকে বললো দোস্ত জার্সি রিভিল নিয়ে ইমোশনাল ওভিসি বানা। বিষয়টি নিয়ে একমত হলেন সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান সারোয়ার চৌধুরী ভাই। তিনিও বললেন, নান্টু ভাই ইমোশনাল বানান। ভালো হবে। এমডি শুভ্র ইউসুফ ভাইও বেশ উৎসাহ দিলেন আমাকে। তারপরতো বানিয়ে ফেললাম। কেমন হয়েছে সেটা দর্শক বলবে।’ 

তিনি আরও বলেন, ‘এখানে নির্মাণের কৃতিত্ব দিতে চাই আমার টিমকে। তারা সবাই যার যার স্থান থেকে সর্বোচ্চটা করছেন। আর ডিজিটাল প্রচারণার জন্য পুরো কৃতিত্ব দিতে হবে ডিজিটাল ডিপার্টমেন্ট প্রধান নাহিদ পারভেজ এবং তার টিমকে। নাহিদ পারভেজের নেতৃত্বে পুরো টিম ২৪ ঘণ্টা সার্ভিস দিচ্ছে সিলেট স্ট্রাইকার্সকে। অল্প সময়ে ব্যাপক সমন্বয় করেছেন আমাদের হেড অব কো-অর্ডিনেটর দেবাশিষ বসাক দেব।’

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে জানতে চাইলে মোহাম্মদুল্লাহ্ নান্টু বলেন, ‘প্রথমেই কৃতিত্বটা দিতে চাই সিলেট স্ট্রাইকার্স চেয়ারম্যান সারোয়ার ভাই এবং এমডি শুভ্র ভাইসহ ডিরেক্টরস বোর্ডের সবাইকে। শুরুতেই তাদের বলেছিলাম, কে কেমন করে সেটা বিষয় না, আমরা আমাদের মতো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবো। তারা পুরো স্বাধীনতা দিয়ে দিলেন আমাদের। আমরা আমাদের মতো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করছি, আমাদের মতো ডিজাইন তৈরি করছি, আমাদের মতো ক্রিয়েটিভস করছি, আমাদের মতো কনটেন্ট লিখছি। এখন তো দেখছি সবারই ভালো লাগছে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের এসইও টিম নাহিদ পার্ভেজের নেতৃত্বে অনেক পরিশ্রম করছে। আমাদের ক্রিয়েটিভ টিম তাদের সর্বোচ্চটা দিয়েছে। আমি যতটুকু সম্ভব সবার পর্যবেক্ষণ নিয়েই একটি সিদ্ধান্ত দেই। চেষ্টা করছি শতভাগ। এবার শেষ হাসি হাসতে চাই।’

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন