২৬ জুন ২০২৪, বুধবার



ছাড়পত্র পেলো ‘লোকাল’

বিনোদন ডেস্ক || ১১ এপ্রিল, ২০২৩, ১১:০৪ এএম
ছাড়পত্র পেলো ‘লোকাল’


বর্তমানে দেশের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন  শবনম বুবলী। সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি শেষ করলেন 'লোকাল' ছবির শুটিং। ছবির ডাবিংসহ সম্পাদনার সমস্ত কাজ শেষ করেছেন পরিচালক সাইফ চন্দন। ছবিটি মুক্তির উদ্দেশ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেন। সেখানে খুব প্রশংসিত হয়েছে ‘লোকাল’। কর্তনবিহীন সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। 

সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস বলেন, ‘খুব সুন্দর ছবি বানিয়েছে সাইফ চন্দন। আমি তাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এ ধরনের আরও সিনেমা নির্মাণের জন্য উৎসাহ দিয়েছি। ছবির প্রতিটি শিল্পী অত্যন্ত ভালো করেছে।’

কাজী হায়াত বলেন, ‘বুবলী খুব ভালো করেছে। আদরও খুব ভালো করেছে। মিশা সওদাগরকে দেখলাম ভিন্নভাবে। পরিচালক খুব ভালো বানিয়েছে। একটি পলিটিক্যাল গল্প কত সুন্দরভাবে দেখিয়েছে৷ সাইফ চন্দনকে দোয়া করেছি।’

সিনেমাটি প্রসঙ্গে বুবলী বলেন, ‘‘লোকাল’ আমাদের অনেক পরিশ্রমের ছবি। দিন শেষে সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যগণ প্রশংসা করেছেন এটা আমাদের অনেক বড় প্রাপ্তি।’

সাইফ চন্দনের পরিচালনায় নির্মিত এই সিনেমার কাহিনী সংলাপ করেছেন ফেরারী ফরহাদ। আদর,বুবলী ও মিশা সওদাগর ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন সাঞ্জ জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মীসহ আরও অনেকে।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন