২৬ জুন ২০২৪, বুধবার



ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ০৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:৩২ এএম
ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ


অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবলে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ (৭ ফেব্রুয়ারি) মাঠে নেমেছিল বাংলাদেশ ও ভুটানের মেয়েরা। ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্যদিয়ে ফাইনাল নিশ্চিত হলো অধিনায়ক শামসুন্নাহারের দলের।    

মাঠে নেমে বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের দুর্দান্ত হ্যাটট্রিক ও আকলিমা আক্তারের জোড়া গোলে ভুটান হেরেছে ৫-০ গোলে। একই ভেন্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় শিরোপার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।

এদিকে, নেপালের কাছে ৩-১ গোলে হেরেছে ভারত। ওটাই বাংলাদেশের জন্য অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবলের ফাইনালে ওঠার পথ সহজ করে দিয়েছিল। যদিও ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়ই ছিল সম্ভাব্য ফল। প্রত্যাশা মতোই বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।  

বড় জয়ের ম্যাচে শামসুন্নাহার জুনিয়র হ্যাটট্রিক করেছেন। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাংলাদেশ বৃহস্পতিবার ফাইনালে নেপালের মুখোমুখি হবে। এ নিয়ে টানা তিন সাফের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন