মেক্সিকোর একটি বারে পেট্রোল বোমা ছুড়ে মারা হলে আগুন লেগে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেক্সিকোর উত্তরের সোনোরা রাজ্যের সীমান্তবর্তী নগরী সান লুইস কলোরাডোতে স্থানীয় সময় শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় বারের অতিথি বিশেষ করে নারীদের সঙ্গে অশুভ আচরণ করছিলেন অভিযোগ তুলে এক তরুণকে বারের নিরাপত্তারক্ষীরা জোর করে বের করে দেয়। ওই তরুণই ক্ষিপ্ত হয়ে বারের দরজায় পেট্রোল বোমা মারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সোনোরা রাজ্যের প্রসিকিউটররা বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী সন্দেহভাজন হামলাকারী তরুণ, পুরুষ এবং ঘটনার সময় একেবারে মাতাল ছিলেন।
খবরে বলা হয়েছে, নারীদের অসম্মান করায় তাকে বার থেকে বের করে দেওয়া হয়েছিল। বের করে দেওয়ার পর তিনি ফিরে এসে বারের দরজায় পেট্রোল বোমা সাদৃশ্য কিছু নিক্ষেপ করেন।
নিহত ১১ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ৪ জন নারী। আহত ৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ঢাকা বিজনেস/এইচ