ইরানে বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮১ জন আহত হয়েছেন। বন্দরের সিনা কন্টেইনার ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার (২৬ এপ্রিল) দেশটির কাস্টমস কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
বন্দর আব্বাস রাজধানী তেহরান থেকে ৬২০ মাইল দক্ষিণে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের স্থান থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ও আগুনের গোলা উঠতে দেখা গেছে।
ইরানের কর্মকর্তাদের মতে, ভয়াবহ এই বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ইরানের কাস্টমস কর্তৃপক্ষ। তাতে জানানো হয়, শনিবারের বিস্ফোরণটি সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ও আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জরুরি পরিষেবার বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণে ২৮১ জন আহত হয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে ঘটনাস্থলে দাহ্য পদার্থ সংরক্ষণে অবহেলার ইঙ্গিত পাওয়া গেছে।
হরমোজগান প্রদেশের সংকট ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা পূর্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা সতর্কতা জারি করেছেন।
এর আগে, হরমোজগান বন্দর ও সমুদ্র প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকিজাদেহ বলেছেন, শহীদ রাজাই বন্দর ডকের কাছে বিস্ফোরণটি ঘটেছে।