২৬ জুন ২০২৪, বুধবার



তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প, মৃত বেড়ে ৫১৪

আন্তর্জাতিক ডেস্ক || ০৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:৩২ পিএম
তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প, মৃত বেড়ে ৫১৪


সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ধারণা করা হচ্ছে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। আবার অনেকেই ধসে যাওয়া বাড়িঘরের নিচে চাপা পড়ে আছেন। এদিকে, সিরিয়ায়ও বহু হতাহতের খবর পাওয়া গেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে ইতোমধ্যে ২৮৪  ও সিরিয়ায় ২৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুই দেশেই অনেক ভবন ধসে পড়েছে। মৃতের সংখ্যা বাড়ছেই।

একটি সূত্রে জানিয়েছে, তুরস্কে প্রায় ৪৪০ এবং সিরিয়ায় ৬৩৯ জন আহত হয়েছেন।     

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বিবিসি এতথ্য জানায়। 

ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের ১৭ দশমিক ০৯ কিলোমিটার গভীরে ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন