সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ৮।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় ভোররাত ৪টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ১৭ মিনিট) তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং অনেক লোক আটকে থাকার সম্ভবনা রয়েছে।
ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের ১৭ দশমিক ০৯ কিলোমিটার গভীরে ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
ঢাকা বিজনেস/এইচ