২৬ জুন ২০২৪, বুধবার



চাকরি দেওয়ার নামে প্রতারণা, সাবধান করলো ভূমি মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার || ০৬ জুন, ২০২৩, ০৯:০৬ এএম
চাকরি দেওয়ার নামে প্রতারণা, সাবধান করলো ভূমি মন্ত্রণালয়


ভূমি মন্ত্রণালয়ে সার্ভেয়ার পদে চাকরি দেওয়ার নামে প্রতারক হতে সাবধান থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দিয়ে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়।

সার্ভেয়ার পদে চাকরির নিশ্চয়তা দিয়ে প্রার্থীদের কাছ থেকে অর্থ দাবি করা হচ্ছে অভিযোগ ওঠায় এই তথ্য জানিয়ে ভূমি মন্ত্রণালয় থেকে সোমবার (৬ মে) এই সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের ১৪তম গ্রেডের সার্ভেয়ার পদে ২ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে বর্ণিত পদে চাকরির নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করা হচ্ছে। 

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা বিবেচনা করে শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে। কাজেই প্রার্থীদের কারো সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

কেউ অর্থ দাবি করলে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, মোবাইল নম্বর-০১৮১৯৬৯৮১২৮-এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন