হজের কোটা পূরণ করতে ‘একদিনের বিশেষ’ সুযোগ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজযাত্রী ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) অনুরোধের পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় শুধু মঙ্গলবারের (২৫ এপ্রিল) জন্য হজ নিবন্ধনের সার্ভার চালু রেখেছে।
বারবার সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় আজকের দিনটি নিবন্ধনের জন্য রাখা হয়েছে।
যারা পবিত্র হজ পালনে যেতে চান কিন্তু এখনো নিবন্ধন করতে পারেননি তাদের জন্য 'একদিনের বিশেষ' সুযোগ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
গত ২০ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছর হজ নিবন্ধনের এটাই শেষ সুযোগ।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি থেকে হজ নিবন্ধন শুরু হয়, যা ১১ এপ্রিল পর্যন্ত চলে। তবে বেশ কয়েকবার সময় বাড়ানোর পরও কোটা পূরণ হয়নি।
ঢাকা বিজনেস/এইচ