একদিন সবুজ জ্বলবে


রকিবুল হাসান , : 09-02-2025

একদিন সবুজ জ্বলবে

একদিন জ্বলজ্বল করবে সবুজ  
তাকিয়ে দেখবো শুধু, কাউকে কখনো 
নক করবো না কেউ
থাকবে না আমাদের একটু অপেক্ষা 
থাকবে না কোনো কষ্ট
অথবা কোনো যন্ত্রণা। 

সবুজ জমিন বিরান হয়ে উঠবে
মনের জমিনে আর  থাকবে না টান
চোখে থাকবে না কোনো দেখার  পিপাসা  
মধ‍্যরাত জাগবে না  আর অন্ধ-গোপন আলোয়। 

একদিন অনাদরে সবুজ পড়ে থাকবে 
অনাবাদী জমিনে হয়তো 
আমরা কেউ কাউকে আর খুঁজবো না 
নদীরা তো বয়ে যাবে আগের মতোই 
আকাশে বিজলি চমকাবে 
সবুজে সবুজে ভরে যাবে কত উর্বর শরীর
শুধু আমাদের এই সবুজ জ্বলবে 
ধূসর-বিবর্ণ কবিতায়।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com