২৫ জুন ২০২৪, মঙ্গলবার



ঈদ উপলক্ষে নতুন নোট আসছে ১৮ জুন

স্টাফ রিপোর্টার || ১২ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম
ঈদ উপলক্ষে নতুন নোট আসছে ১৮ জুন


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। ১৮ জুন থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। সোমবার (১২ জুন) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৮ থেকে ২৫ জুন পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

এতে আরও বলা হয়েছে, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট তোলার সময় কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন। তফসিলি ব্যাংকের ৮০ শাখা থেকে এই টাকা নিতে পারবেন গ্রাহকরা।

ঢাকা বিজনেস/তারেক/এনই



আরো পড়ুন