০৩ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার



অনূর্ধ্ব-১৯ নারী দল: চ্যাম্পিয়ন হয়ে কোটি কোটি টাকা পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা

ঢাকা বিজনেস ডেস্ক || ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০২ পিএম
অনূর্ধ্ব-১৯ নারী দল: চ্যাম্পিয়ন হয়ে কোটি কোটি টাকা পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা


রোববার দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শিরোপা জয়ী ভারতীয় নারী দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বজয়ী ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মোট ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। 

২০২৩ সালে শেফালি বর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল যখন প্রথমবার নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়, তখন সেই দলকেও ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছিলেন বিসিসিআই। এবার চ্যাম্পিয়ন দলকে ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দিচ্ছে বিসিসিআই।

রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে ২০ ওভারে ৮০ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মাইক ভ্যান ভুরস্ট। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন গঙ্গাদি তিশা।

১২০ বলে ৮৩ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৫২ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয়ে শিরোপা নিশ্চিত করে ভারত।

৩৩ বলে ৮ বাউন্ডারিতে অনবদ্য ৪৪ রানের ইনিংস খেলে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন গঙ্গাদি তিশা। ৩০৯ রান আর ৯ উইকেট শিকার করে টুর্নামেন্টে সেরার পুরস্কারও জিতে নেন গঙ্গাদি তিশা।



আরো পড়ুন