১৮ মে ২০২৪, শনিবার



অর্থনীতি
প্রিন্ট

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিলো ৭ কোম্পানি

স্টাফ রিপোর্টার || ০৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:৩২ পিএম
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিলো ৭ কোম্পানি


পুঁজিবাজারের তালিকাভুক্ত সাত কোম্পানি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশ পাঠিয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো, এম্বি ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ অটোকারস, আল-হাজ টেক্সটাইল মিলস, আমান ফিড, আমান কটন ফেব্রিক্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ ও সোনারগাঁও টেক্সটাইলস।

ডিএসই-সূত্র মতে,  কোম্পানিগুলো ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই নগদ লভ্যাংশ বিতরণ করেছে। 

এর মধ্যে, এম্বি ফার্মাসিউটিক্যালসের পরিশোধিত মূলধন ২ কোটি ৪০ লাখ টাকা, বাংলাদেশ অটোকারসের পরিশোধিত মূলধন ৪ কোটি ৩২ লাখ টাকা, আল-হাজ টেক্সটাইল মিলসের ২২ কোটি ২৯ লাখ টাকা, আমন ফিডের ১৩০ কোটি ৯৭ লাখ টাকা, আমান কটন ফাইব্রাস লিমিটেডের একশো কোটি ৮৩ লাখ টাকা, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৬৭ কোটি ৯৮ লাখ টাকা ও সোনারগাঁও টেক্সটাইলসের পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪৬ লাখ টাকা।

ঢাকা বিজনেস/তারেক/এনই



আরো পড়ুন