ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ভিসতা-অক্সের ৩৩ নম্বর প্যাভিলিয়নে মিলছে আকর্ষণীয় ছাড় ও কিস্তি সুবিধা। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর সন্নিকটে পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে এই মেলা। এদিন সকালে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মেলায় ভিসতার বিভিন্ন পণ্য ও অক্সের এসির ওপর পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। এই প্রসঙ্গে ভিসতা-অক্সের হেড অব বিজনেস এএমএ জহির ঢাকা বিজনেসকে বলেন, ক্রেতাদের জন্য আমরা দুই ধরনের সুবিধা দিচ্ছি।
হেড অব বিজনেস আরও বলেন, ভিসতা পণ্য কিনলেই মিলছে গিফট। এর মধ্যে রয়েছে ভিসতার ৮৬ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি কিনলে গিফট হিসেবে দেওয়া হচ্ছে এসি ও রেফ্রিজারেটর। ৬৫ ইঞ্চি টিভি কিনলে গিফট মিলবে রেফ্রিজারেটর। আর ইঞ্চি ৫৫ টিভির সঙ্গে মিলবে ব্লেন্ডার ও রাইস কুকার।
এএমএ জহির জানান, বিশ্ববিখ্যাত চায়না ব্র্যান্ড অক্স-এর এসি কিনলেই নগদ পরিশোধে মিলছে সর্বোচ্চ ২০% পর্যন্ত মূল্য ছাড়। এছাড়া রয়েছে ৩ মাসের কিস্তি সুবিধা।
মেলার প্রথম দিনেই ভিসতা পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ দেখা গেছে বলেও এএমএ জহির জানান।