২৬ জুন ২০২৪, বুধবার



ব্যাটিংয়ে বাংলাদেশ: ৭ উইকেটে ১৭০ রান

ক্রীড়া ডেস্ক || ০৩ মার্চ, ২০২৩, ১১:৩৩ পিএম
ব্যাটিংয়ে বাংলাদেশ: ৭ উইকেটে ১৭০ রান


মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ মার্চ) ওয়ানডের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন টাইগার অধিনায়ক। ইংলিশরা সব ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রান করে। জবাবে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। জিততে হলে তাদের ৩২৭ রান সংগ্রহ করতে হবে। তবে, প্রথম ওভারের ৪ নম্বর বলে আউট হন লিটন এবং ৫ নম্বর বলে শান্তও সাজঘরে ফেরেন। পর পর দুই উইকেট হারিয়ে দিশেহারা টাইগাররা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭০ রান।   

এদিকে, প্রথম ওয়ানডেতে সাকিবের বলে প্রথম ওভারেই আঊট হয়ে গিয়েছিলেন জেসন রয়। তবে দ্বিতীয় ওয়ানডে ব্যাটিং করে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির দেখা পেয়ে গেছেন রয়। তার সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ সব ওভার শেষে ৩২৬ রান। ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে ১২৪ বলে ১৩২ রানে আউট হন রয়। এরপর একে এক ৭ উইকেটের পতন। 

প্রসঙ্গত, বাংলাদেশ-ইংল্যান্ড গুরুত্বপূর্ণ সিরিজে অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে থাকছে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শুরু থেকেই ক্রিকেটের সঙ্গে যুক্ত আছে ভিসতা। গত অক্টোবরে বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানের তিন জাতি ক্রিকেটে বড় আকারে মাঠে লক্ষ্য করা গেছে ভিসতার উপস্থিতি। এবার আবারও তারা এলো অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে। ভবিষ্যতে আরও বড় আকারে ক্রিকেটের সঙ্গে যুক্ত হবে ভিসতা। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন