০৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার



টাইগারদের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক || ২৩ অক্টোবর, ২০২৪, ০১:১০ পিএম
টাইগারদের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করল আফগানিস্তান


মিরপুরে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিক টেস্ট সিরিজ। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলে বিশ্রামের সুযোগ পাবে না টাইগাররা। কারণ এরপরই তাদের উড়াল দিতে হবে সংযুক্ত আরব আমিরাতে।

সেখানে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। যা আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির বড় একটা মঞ্চ হবে। এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান।

বুধবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তিন ম্যাচের এই সিরিজে আফগান দলে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেট ও ইমার্জিং এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়ানো সেদিকউল্লাহ আটাল।

এ ছাড়া একাদশে ফিরেছেন স্পিনার নুর আহমাদ। বাকি ১৭ সদস্যই গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডে ছিলেন। সিরিজটি তারা ২-১ ব্যবধানে জিতে নিয়ে ইতিহাস গড়ে।

বাংলাদশের বিপক্ষে আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড : হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমাত শাহ, রাহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ আটাল, দারভিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, গুলবাদিন নাইব, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, আল্লাহ্ মোহাম্মদ ঘাজানফার, নুর আহমাদ, ফাজাল হাক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান এবং ফারিদ আহমাদ মালিক।



আরো পড়ুন