০৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার



সবজিতে অস্বস্তি, ক্ষুব্ধ ক্রেতারা

তানভীর আহমেদ, সুনামগঞ্জ || ১৪ অক্টোবর, ২০২৪, ০৫:১০ পিএম
সবজিতে অস্বস্তি, ক্ষুব্ধ ক্রেতারা


সুনামগঞ্জের বাজারগুলোতে টানা কয়েকদিন ধরে সবজির দাম বেড়েই চলেছে।  গত ১০ দিনে প্রকার ভেদে বিভিন্ন ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। ফলে সবজি কিনতে এসে হিমশিম খেতে হচ্ছে নিম্নবিত্ত থেকে শুরু করে সব ধরনের ক্রেতাদের। সোমবার (১৪ অক্টোবর) সুনামগঞ্জ পৌর শহরের সবজির বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন জেলরোড এলাকার সবজির বাজারে স্থানীয় থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা থেকে সবজির সরবরাহ হয়। তবে হঠাৎ করে দুই সপ্তাহের ব্যবধানে বাজারে প্রায় সব ধরনের সবজির দামই কমবেশি বেড়েছে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার আশপাশে। এছাড়া কাঁচামরিচের দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। পাশাপাশি পেঁয়াজ, বিভিন্ন ধরনের মাছ, ব্রয়লার মুরগি ও ফার্মের মুরগির ডিমের দামও আগের তুলনায় বেশি।

বিক্রেতারা জানান, বাজারে বর্তমানে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে। আর হঠাৎ করে সবজি, ডিম ও মুরগির দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন গ্রাহকেরা। 

বিক্রেতারা আরও জানান, বাজারে প্রতি কেজি বেগুন ৯০-১০০ টাকায়, পেঁপে ৬০ থেকে ৬৫, টমেটো ১৮০ থেকে ২০০, মুলা ৮০-৯০, চিচিঙ্গা ৬০ থেকে ৬৫ টাকায়, ঝিঙ্গে ৮০ থেকে ৯০, করলা- ৯-১০০, বরবটি- ১০০, কচুর মুখি ৭০ থেকে ৮০ টাকা, আলু ৬৫ থেকে ৭০, গাজর ১৭০-১৮০, শসা ৬০-৬৫  টাকায় বিক্রি হচ্ছে। 

এদিকে দুই সপ্তাহ আগেও বাজারে ১৮০–২২০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কেনা যেত। আজ বাজারে সর্বোচ্চ ৫৫০–৬০০ টাকায় কাঁচামরিচ বিক্রি হয়েছে। এ ছাড়া কলমিশাক, লালশাক, ডাঁটাশাক, পুঁইসহ বিভিন্ন শাকের দামও (মুঠি) কিছুটা বেড়েছে। 

সবজি কিনতে আসা নাহিদ আলম বলেন, প্রতিনিয়ত বাজারে সবজির দাম বাড়ছে। আলুর কেজি হয়ে গেছে ৬৫ -৭০ টাকা। অন্য সবজির দামও আকাশছোঁয়া। এভাবে সবজির দাম বাড়তে থাকলে সবজি খাওয়া বন্ধ করে দিতে হবে।

সবজি কিনতে আসা সাইদুল ইসলাম বলেন, বাজারে সবজির কিনতে এসেছি, দাম বলতে গেলে অস্বাভাবিক ভাবে দিনদিন বাড়ছে। বাজার মনিটরিং করার দাবিও জানান এই ক্রেতা।  

দাম বাড়ার কারণ সম্পর্কে বিক্রেতারা জানান, টানা বৃষ্টি আর স্থানীয় মরিচের সরবরাহ কম থাকার কারণেই দাম বেড়েছে ।

সবজি বিক্রেতা সবর আলী বলেন, বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কমে গেছে। তাই দামও বেড়েছে। আমরা তো আর ইচ্ছে করে দাম বৃদ্ধি করিনি। বেশি দামে কিনেছি তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

ভাসমান সবজি বিক্রেতা রিংকুও বলেন, সারা দেশেই তো বৃষ্টি হচ্ছে। আর মরিচের দাম হঠাৎ করেই বেড়েছে এমন নয়। গত কদিন ধরেই দাম বেড়েছে।

সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, সুনামগঞ্জে ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায় এমন প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেবো। 



আরো পড়ুন