২০ অক্টোবর ২০২৪, রবিবার



বিকেলে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক || ০২ অক্টোবর, ২০২৪, ০৩:১০ পিএম
বিকেলে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আয়ারল্যান্ড


টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারলেও এবার ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বুধবার (২ অক্টোবর) মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দু’দল।

দুই ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে এবার সিরিজ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতে সিরিজের যাত্রা করে প্রোটিয়ারা। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট-বল হাতে দারুন পারফরমেন্সে ১০ রানের জয়ে সিরিজ সমতায় শেষ করে আইরিশরা। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পায় আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারলেও ওয়ানডেতে জয়ের ব্যাপারে আশাবাদী দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য সিরিজ জয়। আয়ারল্যান্ড খুবই ভালো দল। সিরিজ জিততে হলে তিন বিভাগেই ভালো খেলতে হবে আমাদের।’

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের জয় ওয়ানডেতে ভালো খেলার আত্মবিশ্বাস দিচ্ছে আয়ারল্যান্ডকে। আইরিশ অধিনায়ক পল স্টার্লিং বলেন, ‘সিরিজের শেষ টি-টোয়েন্টির জয় আামদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে আমরা প্রস্তুত। সিরিজ জয়ের জন্যই আমরা মাঠে নামবো।’

দ্বিতীয়বারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। ২০২১ সালে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল দু’দল। ওই সিরিজে পাওয়া জয় এখন পর্যন্ত ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র সাফল্য আইরিশদের। সব মিলিয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে ৬টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১টিতে জয় পায় আয়ারল্যান্ড। বাকী ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।



আরো পড়ুন