১৭ জুন ২০২৪, সোমবার



ক্ষমা চাইলেন উরফি

বিনোদন ডেস্ক || ০১ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম
ক্ষমা চাইলেন উরফি


ভারতের আলোচিত-সমালোচিত তারকা উরফি জাভেদ। উদ্ভট আর খোলামেলা পোশাকের জন্য নিয়মিত ট্রলের শিকার হন এই অভিনেত্রীকে। পোশাকের কারণে নানান ঝামেলায় পড়লেও কোনোকিছুতে পাত্তাই দেননি উরফি। রাজনীতিবিদ থেকে শোবিজ অঙ্গনেরও অনেককেই দেখা গেছে তার বিপক্ষে কথা বলতে। তবে, কোনো হেলদোল ছিল না তার।  

সম্প্রতি ফের পোশাক বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। তবে এবার উরফির কণ্ঠে ভিন্ন সুর। সকলের কাছে ক্ষমা চেয়েছেন এই স্টাইলিশ তারকা। সেই সঙ্গে ঘোষণা দেন, তিনি এমন কোনো পোশাকই আর পরবেন না, যা অন্যের ভাবাবেগে আঘাত করে।

শুক্রবার (৩১ মার্চ) নিজের ভেরিফায়েড টুইটারে একটি পোস্ট দেন উরফি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি মানুষের ভাবাবেগে আঘাত করার জন্য। আমি যে ধরনের পোশাক পরি, সেই জন্যও ক্ষমা চাচ্ছি।'

তিনি আরও লেখেন, 'এবার থেকে বদলে যাওয়া নতুন এক উরফিকে দেখতে পাবেন আপনারা। এখন থেকে অন্য রকম পোশাক পরবো আমি।'

তবে উরফির এই পোস্ট দেখে চিন্তায় পড়ে গেছেন নেটিজেনদের একাংশ। হঠাৎ কী হলো উরফির! তার হঠাৎ সুর বদলে হাজারও প্রশ্ন জেগেছে ভক্ত-অনুরাগীদের মনে। সূত্র:আনন্দবাজার

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন