২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



হিলিতে দাম বেড়েছে চালের

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ১৪ জুলাই, ২০২৪, ০৬:৩৭ এএম
হিলিতে দাম বেড়েছে চালের


দিনাজপুরের হিলিতে ইরি-বোরো চালের মৌসুমেও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। বেড়েছে সব ধরনের চালের দাম। ক্রেতারা বলছেন, বাজারে এক সপ্তাহের ব্যবধানে চিকন ও মোটা জাতের চালের দাম বেড়েছে  ৬-৮ টাকা। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন-মধ্যবিত্ত আয়ের ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, মিল-মালিকরা চাল উৎপাদন করছেন না। বাজারে চালের সরবরাহ কমে গেছে। আর একারণেই বেড়েছে দাম।

শনিবার (১৪ জুলাই) হিলি বাজারে চাল কিনতে আসা মো. ফারুক হোসেন বলেন, ‘প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। হিলিবাজারে মোটা ও চিকন চালের দাম বেড়েছে কেজিতে ৬ থেকে ৮ টাকা। একসপ্তাহ আগে গেলো শনিবার (৭ জুলাই) যে গুটি স্বর্ণা চাল ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৮ টাকা কেজি দরে। আর আটাশ জাতের চাল বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি দরে । এখন কেজিতে ৬ বেড়ে ৫৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

আরেক ক্রেতা মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমি খেটে খাওয়া মানুষ। নুন আনতে পান্তা ফুরায়। প্রতিদিন ২০০ থেকে ২৫০ টাকা আয় করি। বাজারে ৫০ টাকার নিচে কোনো চাল নেই। আয়ের অর্ধেক টাকা দিয়ে চাল চাল কিনতে হচ্ছে। আর অন্য খরচ করতে সমস্যা হচ্ছে। কোনো মতে ধার-দেনা করে চলছি।’ 

হিলিবাজারের পাইকারি চাল বিক্রেতরা মো. বাবুল হোসেন ঢাকা বিজনেসকে বলেন,  ‘চালের দাম একটু বেড়েছে। আমরা মিলারদের কাছে যাচ্ছি। কিন্তু চাল পাচ্ছি না। মিলাররা বলছেন, তারা এখন চাল বানাচ্ছেন না। ধান শুকানো নিয়ে ব্যস্ত। তাই বাজারে চালের সরবরাহ কমে গেছে। প্রতিকেজি চালের দাম বেড়েছে কেজি ৬ থেকে ৮ টাকা।’

বাবুল হোসেন আরও বলেন, ‘কয়েকদিনের বৈরি আবহাওয়ার কারণে মিল মালিককরা ধান শুকাতে পারেননি। চালের উৎপাদন কমে গেছে। তাই বাজারে চালের সরবরাহ কমেছে। সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসতে পারে।’ 



আরো পড়ুন