কারাভোগ শেষে আফফান শেখ (২৮) নামে ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। চুয়াডাঙ্গা দর্শনা ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম এই তথ্য জানান।
চুয়াডাঙ্গা দর্শনা ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) বলেন, '২০২০ সালের ১১ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কারণে বিজিবি তাকে আটক করে। এরপর দৌলতপুর থানায় সোপর্দ করেন। দৌলতপুর থানা পুলিশ মামলা দায়ের করে আদালতে পাঠায়। বিজ্ঞ আদালত আফফান শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। কুষ্টিয়া জেলা কারাগারে সাজা ভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পতাকা বৈঠকের পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।'
চুয়াডাঙ্গা দর্শনা আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল ও গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে এর নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন-দর্শনা থানার উপ-পরিদর্শক স্বপন কুমার, ডিএসবি সদস্য কামাল, এনজিও কর্মী আহসান হাবীব, ভারতীয় গেদে বিএসএফ এসি মহেশ, কৃষ্ণগঞ্জ থানার উপ-পরিদর্শক সুমন কুমার ঘোস, কাস্টমস ইনচার্জ সুব্রত মন্ডল, এনজিও কর্মী চিত্ত রঞ্জনসহ আফফান শেখের পরিবারের লোকজন।
ঢাকা বিজনেস/মিজান/এন/