২৬ জুন ২০২৪, বুধবার



অর্থনীতি
প্রিন্ট

সূচকের সঙ্গে কমেছে লেনদেন

স্টাফ রিপোর্টার || ৩০ এপ্রিল, ২০২৩, ০৩:০৪ পিএম
সূচকের সঙ্গে কমেছে লেনদেন


সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিনে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনও কমেছে। 

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, রোববার ডিএসইতে ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে ২৭৪ কোটি ৫৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ডিএসইতে ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০২ পয়েন্টে। 

রোববার, ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০০টির।

এদিকে, সিএসই সার্বিক সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। রোববার সিএসইতে ৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন