২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



দেশের একজনও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

রাজশাহী সংবাদদাতা || ২৯ জানুয়ারী, ২০২৩, ০৫:০১ পিএম
দেশের একজনও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী


আওয়ামী লীগ যে ওয়াদা দেয়, তা রক্ষা করে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের একজনও গৃহহীন থাকবে না। কোনো মানুষ না খেয়ে থাকবে না, সেই লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ কাজ করছে।’ রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। 

বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা করোনার সময়ে বিনা পয়সায় করোনা টেস্ট করিয়েছি। বিনা পয়সায় ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। আমরা ১ কোটি মানুষের জন্য টিসিবি কার্ড করে দিয়েছি। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছি।’ 

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ কখনো পালায় না, আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে।’ তিনি বলেন, ‘জিয়াউর রহমান বাধা দিয়েছিল আমাকে দেশে আসতে দেবে না। আমি বাধা অতিক্রম করেই দেশে ফিরেছিলাম। আবার ২০০৭ সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, তখনো আমি বিদেশে গিয়েছিলাম, আমার ছেলের বউ অসুস্থ ছিল। আমাকে দেশে ফিরতে দেবে না। আমি জোর করে দেশে ফিরে এসেছিলাম।’

শেখ হাসিনা বলেন,  ‘আমার বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়েছিল। আমি বলেছি, আমি যাবো। এই কেস আমি মোকাবিলা করবো। আমি দেশে ফিরে এসেছি শুধু বাংলার মানুষের কথা চিন্তা করে।’

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন