২৬ জুন ২০২৪, বুধবার



জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুনের অভিযোগ

কক্সবাজার সংবাদদাতা || ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:৩২ পিএম
জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুনের অভিযোগ


কক্সবাজার সদরের দক্ষিণ জানারঘোনা এলাকায় মেয়ে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জামাইকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ ফেবু্রারি) দুপুরে পুটখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আজিজুল রহমান।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর পরই অভিযুক্ত হাসেম উল্লাহকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, এক সাপ্তাহ আগে হাশেমের জমজ সন্তান হয়। ওই জমজ সন্তান বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মধ্য রাতে মারা যায়। সন্তান হওয়া পর কেন শ্বশুর বাড়ির লোকজন দেখতে যায়নি এবং মারা যাওয়ার পর কেন দেখতে গেলেন, এ নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে জামাই হাসেম উল্লাহ ঘরে থাকা ধারালো ছুরি নিয়ে শ্বশুরকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাফহীম/এম



আরো পড়ুন