০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার



হিলিতে টিসিবির পণ্য বিক্রি শুরু

হিলি (দিনাজপুর) করেসপন্ডেন্ট || ২৬ নভেম্বর, ২০২৩, ০১:৪১ পিএম
হিলিতে টিসিবির পণ্য বিক্রি শুরু


দিনাজপুরের হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রোববার ( ২৬ নভেম্বর) সকাল ১১ টায় হিলি চারমাথা মোড়ে বিক্রয় কার্যক্রম শুরু হয়।

বিক্রয় কার্যক্রম উদ্বোধনের সময় ট্যাগ অফিসার হিসেবে উপজেলার মাধ্যমিক একাডেমিক অফিসার সাখাওয়াত হোসেন ও টিসিবি ডিলার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, ‘এবার উপজেলায় ১০ হাজার ৫৭১ জন টিসিবির কার্ডধারী মানুষের মাঝে ৪৭০ টাকা প্যাকেজ মুল্যে ২ লিটার করে সয়াবিন তেল, ৬০টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৩০টাকা কেজি দরে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।’

ঢাকা বিজনেস/এমএ/




আরো পড়ুন