০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



শেখ সেলিম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব

ঢাকা বিজনেস ডেস্ক || ২০ আগস্ট, ২০২৪, ০৯:৩৮ এএম
শেখ সেলিম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব


আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সেই সঙ্গে তার পুত্র এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ফজলে ফাহিমসহ পরিবারের সবার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১৫ থেকে আজ সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগকে এই চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে শেখ সেলিমের নিজ নামে অথবা পিতা, মাতা, ছেলে, মেয়ে, ভাই বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। শেখ সেলিম কর অঞ্চল-১৫-এর করদাতা।

কর কমিশনার আহসান হাবিব প্রথম আলোকে বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে কর ফাঁকি রোধ করে রাজস্ব আদায়ের লক্ষ্যে শেখ সেলিম ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তাঁদের আয় ব্যয়ের হিসাব যাচাই-বাছাই করা হবে।

এর আগে এই কর অঞ্চল থেকে গত সপ্তাহে দেশের সমালোচিত ব্যবসায়ী এস আলম ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তল্লাশি করা হয়েছে।



আরো পড়ুন