২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় ৫ সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক || ০৬ আগস্ট, ২০২৪, ০৪:৩৮ পিএম
ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় ৫ সেনা আহত


মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের দামামা বাজছে। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান ও প্রতিরোধ যোদ্ধারা। এমন পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এই হামলায় অন্তত পাঁচজন মার্কিন সেনা আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রয়টার্সের খবর অনুযায়ী, সোমবার ইরাকের পশ্চিমাঞ্চলের আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। বিমান ঘাঁটির দিকে কাতিউশা নামের দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইরাকি সামরিক বাহিনীর দুটি সূত্র বিষয়টি জানিয়েছে।

একটি সূত্র বলছে, দুটি রকেটই বিমান ঘাঁটির ভেতরে গিয়ে পড়েছে। তবে হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে এসব রকেট ছোড়া হয়েছে কিনা, তা স্পষ্ট না।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, আহত আমেরিকানদের মধ্যে একজন গুরুতর জখম হয়েছেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে এসব জানিয়েছেন তারা। এই তথ্য পরে আরও পরিবর্তন হতে পারে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা হলে তিনি নিহত হন। এই হামলায় তার একজন দেহরক্ষীও প্রাণ হারিয়েছেন। বুধবার (৩১ জুলাই) সকালে ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও হামাসের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছে ইরান, হিজবুল্লাহ ও হামাস। যদিও এই হামলার দায় স্বীকার কিংবা অস্বীকার করেনি তেল আবিব।



আরো পড়ুন