১৭ জুন ২০২৪, সোমবার



টাঙ্গাইলে মোট ভোটার ৩১ লাখ ৩২ হাজার

টাঙ্গাইল সংবাদদাতা || ০২ মার্চ, ২০২৩, ০৬:৩৩ পিএম
টাঙ্গাইলে মোট ভোটার ৩১ লাখ ৩২ হাজার


‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দেবো যোগ্যজনে’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। 

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, জেলা কৃষি সম্প্রসাধারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাহমুদুল হাসান, পরিসংখ্যান অফিসের উপপরিচালক ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন। 

এ সময় নতুন ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করেন অতিথিরা। জেলা নির্বাচন অফিসের অন্যন্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 

জেলা নির্বাচন অফিস জানায়, জেলায় ভোটার সংখ্যা এখন ৩১ লাখ ৩২ হাজার ৯৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৬৭ হাজার ৪২৯ জন। মহিলা ভোটার রয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৫২৯ জন। ২০ জন হিজরা ভোটার রয়েছেন। 

এবার ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৯৫ জন। 

নোমান/এম



আরো পড়ুন