২৯ জুন ২০২৪, শনিবার



ইহুদিদের উপাসনালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক || ২৮ জানুয়ারী, ২০২৩, ০২:৩১ পিএম
ইহুদিদের উপাসনালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ৭


পূর্ব জেরুজালেমের ইহুদিদের উপাসনালয়ে ঢুকে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

ইসরায়েলি পুলিশ বন্দুকধারীকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে। স্থানীয় মিডিয়া প্রশাসন সূত্রে জানিয়েছে, হামলাকারী পূর্ব জেরুজালেমের অধিবাসী।

ইসরায়েলি পুলিশ জানিয়েছেন, হামলাকারীর নাম ফাদি আয়েশ। সে ফিলিস্তিনের একজন হামাস সদস্য। সে পূর্ব জেরুজালেমের শুয়াফাতে বসবাস করত।

পুলিশ আরও জানায়, আয়েশ আব্রাহাম সিনাগগে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালিয়ে বেইত হানিনার ফিলিস্তিনি পাড়ার দিকে পালিয়ে যায়। পরে অভিযানের সময় পুলিশের দিকে গুলি করে সে। এসময় পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় বন্দুকধারী।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন